Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / বাবার পেনশনের টাকা নিয়ে মায়ের কাছে যাওয়া হল না হিমুর

বাবার পেনশনের টাকা নিয়ে মায়ের কাছে যাওয়া হল না হিমুর

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আল-আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা কামরুল ইসলাম হিমু (৩৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমু রাজাপুর উপজেলা সদরের সরকারি কলেজ সড়কের মুজাম্মেল খন্দকারের ছেলে।
নিহতের খালাতো ভাই মঈনুল হক লিপু জানান, হিমু আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন। ব্যাংক থেকে বাবার পেনশনের টাকা উত্তোলন করে সে নিজের মোটরসাইকেল চালিয়ে রাজাপুরে মায়ের কাছে যাচ্ছিলেন। ছত্রকান্দা এলাকায় আসলে পেছন থেকে পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হিমুর মৃত্যু হয়।
ছত্রকান্দা এলাকার বাসিন্দা কামাল সিকদার বলেন, দুর্ঘটনার পরপরই লোকজন এসে রাস্তা থেকে উদ্ধার করে হিমুকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। ট্রাকটি দুর্ঘটনার পরই রাজাপুরের দিকে গেছে বলেও জানান তারা।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘাতক ট্রাকটির সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নিহতের রাজাপুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। হিমুর বৃদ্ধ মা হাছিনা বেগম একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে বিমুর্ষু হয়ে পড়েছেন। ২০১৭ সালে বাড়ির সামনেই সড়ক দুর্ঘটনায় হিমুর বাবা মুজাম্মেল খন্দকারেরও মৃত্যু হয়। তিনি রাজাপুরের সেটলমেন্ট অফিসে চাকরি করতেন। বাবার মৃত্যুর পরে মায়ের সঙ্গেই রাজাপুরের বাসায় বসবাস করতেন হিমু।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …