Latest News
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বিষখালী নদীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি

বিষখালী নদীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যাওয়া ঝালকাঠির কাঁঠালিয়া বিষখালী নদীর বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। শনিবার তিনি বেড়িবাঁধ এলাকায় গিয়ে নদী তীরের মানুষের সাথে কথা বলেন। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক অল্প সময়ের মধ্যে ভেঙে যাওয়া ৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়া নিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন।
উল্লেখ্য ঘূর্ণিঝড় আম্ফানে বিষখালী নদী তীরের ২৬ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধের ৫ কিলোমিটার ভেঙে তলিয়ে যায় ফসলের ক্ষেত ও মাছের ঘের। পানি ঢুকে পড়ে ২০ টি গ্রামে। এ অবস্থায় স্বাভাবিক জোয়ারেও মানুষের বসতঘরে পানি ঢুকে পড়ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক …