স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন মল্লিক (৭৬) বৃহস্পতিবার রাত ৮ টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১ টায় বাড়িও উঠানে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার, কুলকাঠি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের মোল্লা ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়য়ারম্যান এইচএম আখতাারুজ্জামান বাচ্চু।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …