স্টাফ রিপোর্টার :
ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ভাষা আন্দোলনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রস্তাবে ঢাকার রাজপথে মিছিল নামে। তিনি যখন সংগ্রাম পরিষদ গঠন এবং সারা বাংলাদেশ সফর করে মানুষকে সংগঠিত করেছিলেন, তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বন্দি থাকা অবস্থাতেই তিনি ছাত্রনেতাদের দিক-নির্দেশনা দিতেন ভাষা আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে। বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …