Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ভিডিও কনফারেন্সে নলছিটির ভৈরবপাশায় অপটিক্যাল ফাইভার কানেকটিভিটি উদ্বোধন করলেন সজিব ওয়াজেদ জয়

ভিডিও কনফারেন্সে নলছিটির ভৈরবপাশায় অপটিক্যাল ফাইভার কানেকটিভিটি উদ্বোধন করলেন সজিব ওয়াজেদ জয়

স্টাফ রিপোর্টার :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে অপটিক্যাল ফাইভার কানেকটিভিটির (দ্রুত গতির ইন্টারনেট সেবা) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব আহমেদ ওয়াজেদ জয়। আজ বুধবার বিকেল সাড়ে তিটায় ভৈরবপাশা ইউনিয়নসহ দেশের ছয়টি ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মজিবর রহমান, নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, ডালিয়া নাসরিন ও ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ । অনুষ্ঠানে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে জেলা প্রশাসকের বক্তব্য শোনেন আগত অতিথিরা। ঝালকাঠি জেলার ১৫টি ইউনিয়নসহ দেশের ২৬০০ ইউনিয়নে পর্যায়ক্রমে দ্রুত গতির ইন্টার চালু করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে।