Latest News
শনিবার, ১৩ জুলাই ২০২৪ ।। ২৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। বাংলাদেশ কমিউনিষ্ট পাটি ও মানবাধিকার সংগঠন জেলা শাখা এতে একাত্মতা ঘোষণা করে অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধুরী, শিব বাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, ইঞ্জিনিয়র দিলীপ হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফি হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি হবে এবং যারা জড়িত থাকবে, তাদের তাৎক্ষণিক অব্যহতি দিয়ে দৃষ্টান্তমূলক বিচার করারও দাবি করেন তারা।