Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মানুষের হৃদয়জুড়ে ‘হৃদয়ে ঝালকাঠি’

মানুষের হৃদয়জুড়ে ‘হৃদয়ে ঝালকাঠি’

স্টাফ রিপোর্টার :
করোনায় যখন কর্ম হারিয়ে নিশ্চুপ খেটে খাওয়া মানুষ, ঠিক সেই সময়ে চেপে বসেছে সুপার সাইক্লোন আম্পান। দুই দুর্যোগে দিশেহারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘হৃদয়ে ঝালকাঠি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। দিনরাত পরিশ্রমের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ মানুষের মুখে খাবার তুলে দিতে আপ্রাণ চেষ্টা করছেন। খাদ্যসামগ্রী দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে সংগঠনটি। ঈদের আগে নতুন উদ্যোমে নেমেছেন তাঁরা। সংগঠনের এডমিন আসিফ ইকবাল চঞ্চল আলো ছড়াচ্ছেন দরিদ্র মানুষকে খাদধ্যসামগ্রী দিয়ে। এ কাজে অর্থ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন সংগঠনের উপদেষ্টা সমাজসেবক লিটন তালুকদার। করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন মেয়র পুত্র লিটন। তাঁর কাছ থেকে তিন হাজার দরিদ্র মানুষ পেয়েছে শাড়ি-লুঙ্গি। হৃদয়ে ঝালকাঠির পক্ষ থেকে মানুষকে দেওয়া হচ্ছে ঈদ খাদ্যসামগ্রী এবং শাড়ি ও লুঙ্গি উপহার।
হৃদয়ে ঝালকাঠি সংগঠনের এডমিন আসিফ ইকবাল চঞ্চল জানান, করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাসব্যাপী খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন ঈদ উপলক্ষে প্রায় এক হাজার মানুষকে দেওয়া হচ্ছে ঈদের দিনের খাবার। এর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি ও দুধ। এছাড়াও লিটন তালুকদারের সৌজন্যে তিন হাজার মানুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে। মানুষের কল্যাণে হৃদয়ে ঝালকাঠি সংগঠন কাজ করে যাবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …