Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মূল ধারার রাজনীতিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণের দাবি

মূল ধারার রাজনীতিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণের দাবি

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মূল ধারায় ৩৩ ভাগ নারীর অংশগ্রহণের দাবি জানিয়েছেন ঝালকাঠির নারী নেত্রীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নারীরা এ দাবি জানান। নারীদের জন্য কোটা নয়, প্রতিটি রাজনৈতিক দলে পুরুষের পাশাপাশি নারীদেরও সম্পাদকীয় পদে রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ঝালকাঠিতে নারী জয়ে সবার জন্য ক্যাম্পেইন ও নারী নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন এতে সহযোগিতা করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাত জাহান সোনালী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, নারীনেত্রী হোসনেয়ারা মান্নান, আফরোজা আক্তার লাইজু, ডালিয়া নাসরিন ও ফাতিমা খানম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …