Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মৎস্য সম্পদ উন্নয়নে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা

মৎস্য সম্পদ উন্নয়নে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার :
মৎস্য সম্পদ উন্নয়নে সাসটেইনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বরিশাল মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপত্র উপস্থাপন করেন সাসটেইনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপরিচালক কামরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক। অনুষ্ঠানে উপস্থিত জেলে ও ব্যবসায়ীরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক জেলে, মৎস্য ব্যবসায়ী, বরফকল মালিক, ট্রলার মালিক ও আড়ৎদারা অংশ নেয়। ঝালকাঠি জেলায় সাসটেইনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় রাজাপুর উপজেলায় কাজ শুরু হয়েছে।