Latest News
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ।। ১৫ই আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমামদের নিয়ে মতবিনিময়

যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমামদের নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমামম ও মুয়াজ্জিনদের নিয়ে জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর হাসপাতালের আসাবিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান। নাটাবের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ ও নাটাবের ফিল্ড সুপারভাইজার নাজিম উদ্দিন।
সভায় বক্তারা যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন করতে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অভিমত দেন। কারো যক্ষ্মা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানানো হয় সভায়। পাশপাশি ব্র্যাকের ডটস কমিটির মাধ্যমে নিয়মিত ওষুধ সেবন করলে যক্ষ্মা ভালো হয়ে যায় বলেও জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

পুলিশ সুপার হলেন মাহমুদ হাসান

স্টাফ রিপোর্টার : পুলিশ সুপার হলেন গুণী, দক্ষ ও মেধাবী অফিসার এম এম মাহমুদ হাসান। …