Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত

রাজাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে শ্রমিক আইউব আলী খানের বসতঘর মালামালসহ আগুনে পুড়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুখরিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ আইউব আলী খান চট্টগ্রামের একটি ছাপাখানার কর্মী। ক্ষতিগ্রস্তরা জানায়, সকালে আইউব আলী খানের স্ত্রী বিউটি বেগম তাঁর একমাত্র মেয়েকে নিয়ে ঘর তালাবদ্ধ করে পাশের বাড়িতে যায়। কিছুক্ষণ পরেই ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরটি মালামালসহ পুড়ে যায়। এতে পাঁচলাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন খলিফা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মুহূর্তের মধ্যেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি এখন নিস্ব অসহায় হয়ে পড়েছে। তাদের পড়নের কাপড় ছাড়া কিছুই নেই।