Latest News
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ।। ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

রাজাপুরে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও অন্য অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং-স্টুডেন্ট ফোরাম কার্যক্রমের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল হক রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মাইনউদ্দিন, এস আই মো. ফিরোজ আলম প্রমুখ আলোচনায় অংশ নেন। শিক্ষকমন্ডলীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই শতাধিক ছাত্রছাত্রী সমাবেশে অংশ নেয়।