Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / রাজাপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

রাজাপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১০টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগীতা শুরু হয়।
জানা যায়, উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৪৮টি ইভেন্টে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আজ দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা এবং আগামী দিন (সোমবার) সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন। সভাপতিত্ব করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …