Latest News
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ ।। ৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার

রাজাপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে মোসাদ্দেক আলী হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলার নাকিকেল বাড়িয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বসত ঘরের পাশে একটি আম গাছ থেকে মোসাদ্দেক আলীর মৃতহেদ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ময়না তদন্তের জন ঝালকাঠি সরদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের ছেলে আবু ছালেহ জানান, তাঁর বাবার মৃত্যুটি রহস্যজনক। কিকারণে তাঁর মৃত্যু হয়েছে, ঘটনাটি তদন্ত করে বের করার আহ্বান নিয়েছেন পুলিশকে।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, মৃত্যুর কারণ জানতে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।