Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে চেয়ারম্যানের ঘরে দুর্বৃত্তের আগুন

রাজাপুরে চেয়ারম্যানের ঘরে দুর্বৃত্তের আগুন

মেহেদী হাসান জসীম :
ঝালকাঠির রাজাপুরে দুর্বেৃত্তের দেওয়া আগুনে পুড়েছে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর এর ঘর। উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘরের সিড়ির নিচে রাখা দুইটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটাস্থল থেকে একটি পেট্রোলের বোতল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির বাসিন্দা মো. মাসুম জানায়, তিন তলা ভবনের নিচ তলায় চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিচতলার ক্লবসিবল গেইটের ভেতরে দুইটি মোটরসাইকেল রাখা ছিল। ভোররাতে কে বা কারা মোটরসাইকেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কালো ধোঁয়ায় ঘরের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। এ সময় ঘরের নিচতলার সিড়ির কক্ষে আগুন জ্বলছিল। প্রান বাঁচাতে বাসিন্দারা ছাদে উঠে পাশে থাকা গাছ বেয়ে নিচে নেমে যায়। পরে বাড়ির বাসিন্দারা ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। চেয়ারম্যান মজিবর মৃধা মুঠোফোনে বলেন, ‘ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। আমি বাড়ি উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। এসে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করব।’