Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে টেম্পো উল্টে যাত্রী নিহত, আহত ১০

রাজাপুরে টেম্পো উল্টে যাত্রী নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে মনিন্দ্রনাথ বড়াল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় টেম্পোতে থাকা আরও ১০ যাত্রী আহত হন। নিহত মনিন্দ্রনাথ উপজেলার নৈকাঠি গ্রামের শান্তি ভুষণ বড়ালের ছেলে।স্থানীয়রা জানায়, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে সন্ধ্যায় একটি যাত্রীবাহি টেম্পো রাজাপুরে উদ্দেশ্যে ছেড়ে আসে। টেম্পোটি উপজেলার নৈকাঠির আমতলা বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে টেম্পোর নিচে যাত্রী মনিন্দ্রনাথ চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহজাবিন আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত যাত্রী মনিন্দ্র নাথ বড়ালকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। এ ছাড়া টেম্পোর চালকসহ বেশ কয়েকজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। টেম্পো চালকের অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজাপুর থানার তদন্ত কর্মকর্তি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …