Latest News
শনিবার, ১০ মে ২০২৫ ।। ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

রাজাপুরে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের সাংবাদিকদের নিয়ে বুধবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে পপ্রস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং করা হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার রিয়াজুল ইসলাম সরকারের তৃতীয় মেয়াদসহ বিগত ১০ বছরে বিভিন্ন খ্যাতের উন্নয়নের বিষয় তুলে ধরে আলোচনা করেন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড ফলাও করে প্রচারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আউয়াল গাজি ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা। বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক, আলমগীর শরীফ ও আমিনুল ইসলাম প্রমুখ। এতে রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যরাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।