Latest News
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ।। ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে দুই দিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন

রাজাপুরে দুই দিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশু জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলার প্রত্যয়ে ঝালকাঠির রাজাপুরে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মো. জোহর আলী মেলার উদ্বোধন করেন। মেলা উপক্ষে ঝালকাঠি জেলা তথ্য অফিস আলোচনা সভা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণীর আয়োজন করেন। এতে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, ঝালকাঠি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম। পরে অতিথিরা শিশু মেলার ১৫টি স্টল ঘুরে দেখেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …