Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজাপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

মেহেদী হাসান জসীম :
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদী থেকে অজ্ঞাত (২৭) এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার চল্লিশকাহনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে চল্লিশকাহনিয়া এলাকার বিষখালী নদীর চরে বস্তাবন্দি লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের হাত পেছনে বাঁধা অবস্থায় একটি চটের বস্তার ভেতরে ছিল।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, মৃতদেহের চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর হাত পেছন দিকে বাঁধা অবস্থায় ছিল। মৃতদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাজাপুর থানা ওসি মো. শামসুল আরেফিন বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় উদঘাটনের জন্য আশপাশের সব থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।