স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সের করোনা শনাক্ত হয়েছে। আইইডিসির থেকে মঙ্গলবার রাতে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এ ঘটনায় করোনা আক্রান্ত নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ৮জন স্টাফকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। রাজাপুর উপজেলায় এই প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার মানুষ। এ নিয়ে জেলায় চিকিৎসক, নার্স ও ১০ মাসের শিশুসহ ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে জেলার একমাত্র কাঁঠালিয়া উপজেলায় এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হওয়ায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কাঁঠালিয়া থেকে কাউকে বের হতে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশদ্বারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, করোনা আক্রান্ত ওই নার্সকে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে আইসোলেশনে রাখা হয়েছে। কোন রোগীর সংস্পর্শে তাঁর করোনা শরীরে করোনাভাইরাস প্রবেশ করেছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …