Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজাপুরে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ঝলকাঠির রাজাপুরে নারীর প্রতি সহিংসতা রোধ ও ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর শাখা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ রাজাপুর শাখার সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়রাম তেওয়ারী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, প্রাণবল্লব সাহা, রতন দেবনাথ, দেবাশীষ ঘরামি দেবু প্রমুখ। প্রতিবাদকারীরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে বলেন, খুন-ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনা ঘটার পর বিচার না হওয়া বা বিচারে দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করা হয়।