Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, আহত ৫

রাজাপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, আহত ৫

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মনিরউজ্জামানের নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ দলের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বারবাকপুর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
অফিস পরিচালনার দায়িত্বে থাকা নৌকা প্রতীকের সমর্থক আহত খলিলুর রহমান অভিযোগ করেন, সকালে রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগরে সহসভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধার নেতৃত্বে দলের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর আনারস প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ওই অফিসে হামলা চালিয়ে অফিসের আসবাপত্র ভাংচুর করে। অফিসে থাকা প্রধানমন্ত্রী ও নৌকার প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলে তারা। হামলায় ৫ জন আহত হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযোগ অস্বীকার করে রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগরে সহসভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধা বলেন, নিজেরাই অফিস ভাংচুর করে অন্যের নামে দোষ দিচ্ছেন।