Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে নয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজাপুরে নয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে নয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে শহরের বাঘরি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, সরকারি জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়। এসব স্থাপনা সরিয়ে নিতে উতোমধ্যে উপজেলা প্রশাসন দখলকারীদের চিঠি দেয়। নির্ধারিত সময়ের মধ্যে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে। বৃহস্পতিবার দুপুরে শহরের নয়টি অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার।