Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে পাঁচ জুয়াড়ির কারাদণ্ড

রাজাপুরে পাঁচ জুয়াড়ির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে পাঁচ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মো. পশাল হাওলাদার (২৩), মো. আফজাল মোল্লার ছেলে মো. নয়ন হোসেন (২২), মো. জয়নাল মোল্লার ছেলে মো. সুজন মোল্লা (২২), মো. বাবুল মোল্লার ছেলে মো. সবুজ মোল্লা (৪০) ও মো. সাইদুল হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (১৯)।
পুলিশ জানায়, সোমবার রাতে মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় মো. হেমায়েত হোসেনের স্ব-মিলের মধ্যে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে নষ্ট করে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, আটক পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …