Latest News
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৫ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে রমজান হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রোপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রমজান হোসেন ওই গ্রামের মো. আল আমিনের ছেলে।
শিশুটির পরিবার জানায়, দুপুরে বাড়ির উঠানে রমজান খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুুঁজি শুরু করে। এ সময় শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার পরিদর্শক মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …