স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে রমজান হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রোপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রমজান হোসেন ওই গ্রামের মো. আল আমিনের ছেলে।
শিশুটির পরিবার জানায়, দুপুরে বাড়ির উঠানে রমজান খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুুঁজি শুরু করে। এ সময় শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার পরিদর্শক মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে …