Latest News
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ ।। ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে পুলিশকে কোপাল আসামি!

রাজাপুরে পুলিশকে কোপাল আসামি!

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির রাজাপুরে একটি মাদক মামলার তদন্ত করতে গিয়ে আসামি ইকবাল মল্লিকের (৪৫) দায়ের কোপে পুলিশ কর্মকর্তা এসআই খোকন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজ বিকালে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাজাপুর থানার উপ পরিদর্শক (এসআই) খোকন ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যার দিকে কাটাখালি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিক এসআই খোকনকে লক্ষকরে দা দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হয় এসআই খোকন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাঁকে বরিশালে নিয়ে এসেছি। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …