Latest News
শনিবার, ১০ মে ২০২৫ ।। ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে পুলিশের পক্ষ থেকে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজাপুরে পুলিশের পক্ষ থেকে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরের ৬ ইউনিয়নে পুলিশের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওল্ড ফোজিয়ান এসোসিয়েশন’ এর পক্ষ থেকে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগড়ি বাজার এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সহযোগিতায় থানা পুলিশের এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জালাল হাওলাদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়, পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা ও সাংবাদিক রহিম রেজা।
ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, সেচ্ছাসেবী সংগঠন ওল্ড ফোজিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল মহোদয়কে ৫০০ কম্বল এ জেলার শীতার্তদের মাঝে বিতরন কররার জন্য দেওয়া হয়। ছিন্নমূলে যাদের প্রয়োজন তাদের মাঝে পর্যায়ক্রমে তা বিতরণ করা হচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …