Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে ফিল্মি স্টাইলে ভবন ভেঙে দিলো প্রতিপক্ষ, মালামাল লুট (ভিডিও)

রাজাপুরে ফিল্মি স্টাইলে ভবন ভেঙে দিলো প্রতিপক্ষ, মালামাল লুট (ভিডিও)

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে একটি পাকা ভবন ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় ভবনের ভেতর থেকে মালামাল লুটে নেয় হামলাকারীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরি গ্রামের হোসনেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটানায় ভুক্তভোগীরা রাজাপুর থানায় আজ শুক্রবার সকালে মামলা দায়ের করেন।
পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, হোসনেয়ার বেগম ও তাঁর তিন বোন যৌথভাবে পৈত্রিক জমিতে একটি পাকা ভবন নির্মাণ করে। ভবনটি নির্মাণের পর মধ্যরাতে ঘরের ভেতরে কেউ না থাকার সুজোগে ৭-৮ জন ভাড়াটে লোক নিয়ে স্থানীয় হাবিব গাজী ও তাঁর ছেলে মো. আরিফ গাজী পাকা ভবনটি ফিল্মি স্টাইলে ভেঙে দেয়। এ সময় দেয়াল ভাঙার শব্দে প্রতিবেশিরা এগিয়ে এলে তাদের প্রাণনাশের হুমকী দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এসময় ভবনের ভেতর থেকে মালামাল লুটে নেয় হামলাকারীরা। চার বোনের কষ্টার্জিত অর্থ দিয়ে নির্মিত ভবনটি ভেঙে ফেলায় কান্নায় ভেঙে পড়েন তারা। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনার পর থেকে অভিযুক্ত হাবিব গাজী ও আরিফ গাজী গাঢাকা দিয়েছেন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।