Latest News
শনিবার, ১৩ জুলাই ২০২৪ ।। ২৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

রাজাপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস চাপায় তৌহিদুল ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বাইপাস এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত তৌহিদ উপজেলার পশ্চিম চারাখালি গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, বাইপাস এলাকা থেকে দুইজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের ওঠার সময় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী শতাব্দি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চালক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এসময় মোটরসাইকেল আরোহী শাকিল ও হাবিুবর রহমানকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে রাজাপুর থানার এসআই ফিরোজ আলম জানিয়েছেন।