Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে বিষখালী নদী থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

রাজাপুরে বিষখালী নদী থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর রাকিব হাওলাদার নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে স্বজনরা। শনিবার সকালে উপজেলার চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত ৩ জুন রাত ৮ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার লঞ্চঘাটের পল্টুন এলাকা থেকে পা পিছলে বিষখালী নদীতে পড়ে নিখোজ হন রাকিব। সে উপজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। রাকিব বরিশাল হাতেম আলী কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে নোঙর করা একটি জাহাজে উঠে বন্ধুদের নিয়ে আড্ডা শেষেলঞ্চঘাটের পল্টুনে উঠার সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। এ সময় পল্টুনের সাথে আঘাত লাগে রাকিবের। লাশ উদ্ধারের পর তাঁর শরীরে আঘাতের দাগ রয়েছে।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা নদী থেকে লাশ উদ্ধার করেছে। পরিবার আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …