Latest News
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / রাজাপুরে মাদকসহ এক বিক্রেতা আটক

রাজাপুরে মাদকসহ এক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে ২৫০ পিস ইয়াবা ও সাত বোতল রেক্টিফাইড স্প্রিরিটসহ সাইফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে উপজেলার কাটাখালী বাজারের মোবাইল ফোন মেরামতের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া সাইফুল উপজেলার কানুদাসকাঠি গ্রামের আবদুল জলিল আকনের ছেলে। ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুলের মোবাইল মেরামতের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল। এসময় দোকান থেকে ২৫০ পিস ইয়াবা ও সাত বোতল রেক্টিফাইড স্প্রিরিট উদ্ধার করা হয়। আটক করা হয় দোকানের মালিক ও মাদক বিক্রেতা সাইফুলকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।