স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে মাদক বিরোধী অভিযানে ৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম সোহাগ খান ও ফারুক আলম। তাদের আাদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। এদিকে অভিযানের টের পেয়ে মো. মর্তুজা আল নাহিয়ান সোহেল সিকদার পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় রাজাপুর থানায় তিনজনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপর বাগড়ি ব্র্যাক সংলগ্ন একটি মোটর গ্যারেজের সামনে ফারুক আলমকে দেখে ঘেরাও করে তল্লাশী করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ফারুক আলম ইন্দ্রপাশা গ্রামের মৃত মোখলেছ উদ্দিন হাওলাদারের ছেলে। অপরদিকে ইয়াবা কেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগড়ি পুরাতন পল্লী বিদ্যুতের ভবনে অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম সোহাগ খানকে আটক করা হয়। সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোহাগ রাজাপুর বাজার এলাকার আবদুস সোবাহান খানের ছেলে। একই স্থানে থাকা সোহেল সিকদার বাইরে বের হওয়ায় অভিযান টেরে পেয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। সে ওই ভবন মালিক মৃত মজিবর রহমানের ছেলে। ইকবাল হোসেন কামরুল ও প্রিন্স তালুকদার নামে দুইজনকে আটক করলেও তাদের পরে ছেড়ে দেওয়া হয়। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরে দুটি অভিযান পরিচালনা করা হয়েছে। একজন পালিয়ে গেলেও তাকেসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …