Latest News
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ।। ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে সংঘর্ষে আহত ৯

রাজাপুরে সংঘর্ষে আহত ৯

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে ভোটকেন্দ্রের বাইরে চার স্থানে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছে। উপজেলার ইন্দ্রপাশা ও মনোহরপুর গ্রামে ভোট শুরুর আগে আওয়ামী লীগ প্রার্থী বজলুল হক হারুনের সমর্থকদের সঙ্গে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগকর্মী কালাম ও বিএনপি কর্মী আবুল হোসেন, আজাদ, শাওন ও শাহিন আহত হয়।
এছাড়া উপজেলার কাঠিপাড়া কেন্দ্রে ভোট গ্রহনের সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক আওয়ামী লীগ সমর্থক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে শনিবার রাতে উপজেলার কেওতা গ্রামে বিএনপি সমর্থকদের হামলায় যুবলীগকর্মী আজাদ হয়েছেন। তবে এসব ঘটনা কোন মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।