Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয় প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে প্রাইভেটকার ও মোটরসাইলেকের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার আকন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। নিহত আবুল বাশার রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের মৃত মোসলেম আলী আকনের ছেলে। শনিবার সকাল ১১টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার মোল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, মো. সোহাগ (৩০) ও মোটরসাইকেট চালক মো. রাজু তালুকদার (২৮)।
পুলিশ জানায়, তিনজন মোটরসাইকেল আরোহী রাজাপুর থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। মোটরসাইকেলটি মোল্লারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেট আরোহী বাশারের মৃত্যু হয়। আহত অপর দুজনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজাপুর থানা ওসি মো. শামসুল আরেফিন বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।