Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / শিক্ষাবিদ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকীতে কর্মসুচি গ্রহণ

শিক্ষাবিদ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকীতে কর্মসুচি গ্রহণ

স্টাফ রিপোর্টার : রাজনীতিবিদ, কলামিষ্ট, সমাজ সেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের বাবা শিক্ষাবিদ আলহাজ্ব কে.এম আব্দুল করিম (রাহিমাহুল্লাহ) এর মৃত্যুবার্ষিকী আগামী ১১ নভেম্বর। এ উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।

শিক্ষাবিদ আলহাজ্ব কে.এম আব্দুল করিম ( রাহিমাহুল্লাহ ) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী, ঝালকাঠির রাজাপুর ও বরিশালে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের স্মরণে আলোচনা সভা হবে তাঁর জন্মভূমি সাতুরিয়ায়। কে.এম আবদুল করিম প্রতিষ্ঠিত মোসলেম আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সাতুরিয়া ইঞ্জিনিয়র একেএম রেজাউল করিম কারিগারি স্কুল অ্যন্ড কলেজ এ কর্মসূচির আয়োজন করেছে। ১১ নভেম্বর শনিবার সকালে জন্মভূমি সাতুরিয়ার খান বাড়িতে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ নভেম্বর আমরাজুড়ী নিজ বাসভবনে মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মোস্তফা হায়দার একাডেমী, আলহাজ্ব কে.এম আব্দুল করিম জামিয়া-ই-ইসলামিয়া দাখিল মাদরাসা ও ইয়াতিমখানার পক্ষ থেকে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন রাখা হয়েছে। ১৩ নভেম্বর বরিশাল রুকাইয়া প্রপার্টিজ ভবনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ । আলহাজ্জ্ব কে.এম আবদুল করিম (রহিমাহুল্লাহ) ২০১৬ সালের ১১ নভেম্বর  রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেন।