Latest News
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ ।। ৮ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / শিক্ষার্থীদের রাতের আড্ডা ও মাদক বন্ধে ঝালকাঠিতে পুলিশের অভিযান

শিক্ষার্থীদের রাতের আড্ডা ও মাদক বন্ধে ঝালকাঠিতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শিক্ষার্থীদের রাতের আড্ডা ও মাদক বন্ধ করে ঘরমুখি করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার রাতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে স্থানীয় পার্ক, সড়ক ও সেতুসহ শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় আড্ডারত শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। একই সময় পুলিশ সুপার শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মাদক রুখতে গাড়ি তল্লাশী করেন।
জেলা পুলিশের এ বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইকবাল বাহার খান অংশ নেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর লেখাপড়া ফাকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে, তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।