Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / শুধু ধূমপান না, দেশপ্রেমও মৃত্যু ঘটায়: আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

শুধু ধূমপান না, দেশপ্রেমও মৃত্যু ঘটায়: আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিষ্টি, আল মারুফ, মো. সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় দেবনাথ, ঝালকাঠি টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী মো. জুবায়ের হাসান ও তাসীন মৃধা অনিক। মানববন্ধনে বক্তারা মেধাবী শিক্ষার্থী আবরার হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে টর্চার সেল বন্ধেরও দাবি জানান তারা।