Latest News
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ।। ৬ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / শোক দিবসে জেলা আ.লীগের দোয়া মিলাদ মানব ভোজ

শোক দিবসে জেলা আ.লীগের দোয়া মিলাদ মানব ভোজ

স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের রোনালসে সড়কে আমির হোসেন আমু এমপির বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশীদ হাওলাদার, পিপি আব্দুল মন্নান রসুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম আল আমিন। অনুষ্ঠানে মানব ভোজের আয়োজন করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠিতে আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। …