Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সমাজসেবক কেএম আব্দুল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সমাজসেবক কেএম আব্দুল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মোসলেম আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান এবং সাতুরিয়া ইঞ্জিনিয়র একেএম রেজাউল করিম কারিগারি স্কুল অ্যন্ড কলেজ ও শের-ই-বাংলা একে ফজলুল হক রির্চাস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কেএম আব্দুল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে মরহুমের সাতুরিয়া গ্রামের বাড়ির জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর আব্দুল মালেক কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. বেলায়েত হোসেন। প্রধান আলোচক ছিলেন ঢাকা নেছারীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ) এর বড় জামাতা মাওলানা মুহাম্মদ মুজ্জাম্মিলুল হক রাজাপুরী। সমাজসেবক আব্দুল জলিল খানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রসঙ্গত, রাজাপুরের সন্তান প্রবাসী লেখক, সমাজ সেবক ও রাজনৈতিক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের বাবা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়ার প্রয়াত স্কুল শিক্ষক কে.এম আবদুল করিম সেবায় ও মহৎ কর্মের মাধ্যমে সবাজে নানা অবদান রেখেছেন। তিনি মোসলেম আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা সভাপতি ছিলেন। সাতুরিয়া ইঞ্জিনিয়র একেএম রেজাউল করিম কারিগারি স্কুল অ্যন্ড কলেজর সভাপতি এবং রুকাইয়া প্রোপার্টিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। রাজাপুর ও কাউখালি, আমড়াজুড়ি সহ ঝালকাঠি ও আশপাশের এলাকায় শিক্ষার উন্নয়নে ব্যপক অবদান রাখেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে স্বামীর নির্যাতনে লামিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে …