Latest News
শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ।। ২০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাংবাদিক আক্কাস সিকদারের বড় বোনের ইন্তেকাল : প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আক্কাস সিকদারের বড় বোনের ইন্তেকাল : প্রেস ক্লাবের শোক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি, দৈনিক যুগান্তর ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আক্কাস সিকদারের বড় বোন মোসা. শাহানুর বেগম (৫০) বৃহস্পতিবার সকাল ৫. ৩০ মিনিটের সময় খুলনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বুধবার রাতে তিনি খুলনা শহরের বরদা দত্ত লেন সড়কের নিজ বাসায় উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হার্টঅ্যাটাকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। বৃহস্পতিবার জোহরবাদ খুলনা ফেরিঘাট জিন্নাহ মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে আক্কাস সিকদারের বোনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক মানিক রায়, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, কোষাধ্যক্ষ দিলীপ মন্ডল, নির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন হিমু, চিত্তরঞ্জন দত্ত ও জাহাঙ্গীর হোসেন মনজুসহ সকল সদস্যবৃন্দ।