Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

রাজাপুর প্রতিনিধি : বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঝালকাঠির রাজাপুরের সাংবাদিকরা। আজ সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিবস তালুকদার, রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব সোহাগ, রিপোর্টাস ইউনিটির সভাপতি আউয়াল গাজী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি রহিম রেজা, সাংবাদিক এনামুল হক ও ডিবিসি নিউজের ঝালকাঠি প্রতিনিধি আল আমিন তালুকদার। বক্তারা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজাপুর প্রেস ক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।