Latest News
সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ।। ২৬শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আবারো বিএনপিপন্থীদের জয়

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আবারো বিএনপিপন্থীদের জয়

ডেস্ক রিপোর্ট : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আবারো বিএনপিপন্থীদের জয়জয়কার। এতে জয়নুল আবেদীন সভাপতি ও মাহবুবউদ্দিন খোকন সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচনের পর ফল গণনা শেষে এ তথ্য পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ফল ঘোষণা করা হয়নি। নির্বাচনে বিএনপিসমর্থিত প্যানেল ১০টি ও আওয়ামী লীগ সমর্থিতরা চারটি পদে বিজয়ী হয়েছেন। আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে বুধ ও বৃহস্পতিবার দুই দফায় ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভোট শেষে রাত ৯টার পর তা গণনা শুরু হয়। দ্বিতীয় দিনে মোট ২২৫৬ আইনজীবী ভোট দেন। তার আগে প্রথম দিনে পড়েছিল দুই হাজার ৬০৯ ভোট। (সূূূূত্র কালের কণ্ঠ অনলাইন)