Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ২১ আগস্ট গ্রেনেড হামলা : খুনিদের রায় কার্যকরের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

২১ আগস্ট গ্রেনেড হামলা : খুনিদের রায় কার্যকরের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও খুনিদের দেশে এনে রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিল, অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী, ছাত্রলী নেতা পারভেজ হোসেন ও জুবায়ের হোসেন। মানববন্ধনের আগে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।