Latest News
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ৩৩৩ নম্বরে ফোন করে পাওয়া যাবে সব সেবা

৩৩৩ নম্বরে ফোন করে পাওয়া যাবে সব সেবা

স্টাফ রিপোর্টার :
সরকারের সেবা প্রদান জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু হলো ‘৩৩৩’ নম্বরের কল সেন্টার। বিষয়টি জনসাধারণকে জানিয়ে দেওয়ার জন্য প্রচারণা শুরু করেছে জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়া কর্মীদের সামনে ৩৩৩ নম্বরের সেবার বিষয়টি উপস্থাপন করেন জেলা প্রশাসক জোহর আলী। তিনি বলেন, যেকোনো নাগরিক ‘৩৩৩’ নম্বরে কল করে সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে পারবেন এবং সরকারি সকল সেবা সংক্রান্ত তথ্য জানতে পারবে। এই কল সেন্টারটি বন্ধের দিনসহ ২৪ ঘন্টা খোলা থাকে। ৩৩৩ নম্বরে ফোন করে পাওয়া যাবে সব সেবা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, সহকারী কমিশনার মাছুমা আক্তার, সহকারী কমিশনার আবুজর ইজাজুল হক, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম।