Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / অগ্নিকাণ্ডে ঝালকাঠির শেখেরহাটে মুদি দোকান ভস্মিভূত

অগ্নিকাণ্ডে ঝালকাঠির শেখেরহাটে মুদি দোকান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‌‌‌‌‘সাইদ ষ্টোর’ নামের একটি মুদি দোকান আগুনে পুড়ে গেছে। বুধবার রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ এলাকায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। দোকানের পেছনের অংশ থেকে আগুন লেগেছে বলে স্থানীয়রা জানায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু সাইদ তালুকদার জানায়, রাত ১২ টার দিকে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাত ১টার দিকে দোকানে আগন জ্বলতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। তিনি ঝালকাঠি ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু ঝালকাঠি থেকে শেখেরহাট ইউনিয়নে যাওয়ার সড়কটির বিভিন্ন স্থান গাবখান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যা মেরামতের কোন উদ্দোগ নেই কর্তৃপক্ষের। ভাঙা রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঝুঁকিনিয়ে ধীর গতিতে ঘটনা স্থলে পৌঁছতে বেশি সময় লাগে। ততক্ষণে সাইদের ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে চারলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন।