Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষকদের মানববন্ধন

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জাল হোসেন, শিক্ষক সুনিল বড়ন হালদারসহ আরো অনেকে। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের নেতৃত্বে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলন চলছে। এই মুহূর্তে ষড়যন্ত্র করে ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে সাময়িক বরখাস্ত করেছে। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …