Latest News
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / শিক্ষাঙ্গণ / ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের জন্মবার্ষিকী উদযাপিত

ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের জন্মবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কৃতি সন্তান শিক্ষাবিদ, লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের ৪৩ তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যায় কেক কাটা, দোয়া মোনাজাত ও খাবারের আয়োজন করা হয়। এতে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক সিকদার এ অনুষ্ঠানের আয়োজন করেন। শের-ই বাংলা এ কে ফজলুল হকের জন্মভূমি সাতুরিয়ায় ১৯৭৬ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে এ কে এম রেজাউল করিম জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব আবদুল করিম ছিলেন একজন শিক্ষাবিদ ও সমাজসেবক। বাবার অনুপ্রেরণায় দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেও দেশের মানুষের কথা চিন্তা করে এ কে এম রেজাউল করিম সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি একাধারে একজন লেখক, গবেষক ও শিক্ষাবিদ। তিনি রাজাপুরের সাতুরিয়ায় প্রতিষ্ঠা করেছেন শের-ই বাংলা রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয়সহ নানা অনুষ্ঠানে তিনি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। ৪৩ তম জন্মবার্ষিকীতে কৃতি এ গুণিজনের জন্য দীর্ঘায়ু কামনা করেছেন তাঁর প্রতিষ্ঠিত স্কুল অ্যান্ড কলেজ ও রিসার্চ ইনস্টিটিউটে কর্মরতরা।
এদিকে এ কে এম রেজাউল করিমের উদ্যোগে ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৬৭জনের আত্নার শান্তি কামনা করে দেয়া ও মোনাজাত করা হয়।