Latest News
বুধবার, ৮ মে ২০২৪ ।। ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / জাতীয় গ্রিডে বিপর্যয়ে ঝালকাঠিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল

জাতীয় গ্রিডে বিপর্যয়ে ঝালকাঠিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল

স্টাফ রিপোর্টার :
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে ঝালকাঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বন্ধ থাকার পরে ১০ মিনিটের জন্য এসে আবার বিদ্যুৎ চলে যায়। সর্বশেষ বিকেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এদিকে জেলার অন্য তিনটি উপজেলা নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন এ জেলার বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় অফিস, আদালত, ব্যাংক, বীমা, স্কুল, কলেজসহ সকল প্রতিষ্ঠানে অন্ধকারের মধ্যেই কাজ করতে হচ্ছে। অনেকে মোমবাতি জ¦ালিয়ে প্রয়োজনীয় কাজ সেরেছেন। তবে বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন কোম্পানিসহ অন্যান্য ওয়াইফাই নেটওয়ার্ক ছিল না। এতে দুর্ভোগের শিকার হয়েছেন ব্যাংকের গ্রাহকরা। তারা নেটওয়ার্কের অভাবে লেনদেন করতে পারেনি। এছাড়াও সকাল থেকে বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। বাসা বাড়িতেও বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে দিশেহারা হয়ে পড়েছেন শহরবাসী।
ঝালকাঠি ওয়েস্টজোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহীম জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকেলে এ সমস্যা সমাধান হয়ে গেছে বলেও তিনি জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …