Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / দুর্ঘটনা / ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মিভূত

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মিভূত

মো. শাহীন আলম :
সদর উপজেলার নৈকাঠি গ্রামে শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দুইজন। আহতরা হল তানজিরুল ইসলাম লিমন (৩৩) ও সুমন (২৮)।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থদের সূত্রে জানাযায়, শনিবার ভোর রাতে সদর উপজেলার নৈকাঠি (পশ্চিম তারুলী) গ্রামের মৃত বজলুর রহমান তালুকদারের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে বজলুর রহমান তালুকদারের ছেলে মো. লিটন তালুকদার ও লিমন তালুকদারের বসত ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। আংশিক পুড়ে যায় পাশের কুদ্দুস তালুকদারের ঘর। রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের ৫/৬ টি বসতঘর আগুনের কবল থেকে রক্ষা পায়।
আহত লিমন তালুকদার বলেন, আগুনে নগদ একলাখ টাকাসহ আমাদের ঘরের সকল মালামাল পুড়ে গেছে। এমন কি ব্যবহারের জামা কাপড় পর্যন্ত পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন পাকের ঘর থেকে শুরু হয়েছে ঠিকই কিন্তু এর পেছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে।