Latest News
রবিবার, ১২ মে ২০২৪ ।। ২৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আইন শৃঙ্খলা রক্ষা ও আঞ্চলিক পরিবহন কমিটির সভা

ঝালকাঠিতে আইন শৃঙ্খলা রক্ষা ও আঞ্চলিক পরিবহন কমিটির সভা

স্টাফ রিপোর্টার :
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের জান মালের নিরাপত্তা, আনন্দমুখর পরিবেশ বজায় রাখা এবং যাত্রী সাধারণের নৌ ও সড়ক পথের যাত্রীদের যাতায়াত নির্বিগ্ন ও নিরাপদ করতে ঝালকাঠিতে মঙ্গলবার জেলা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটি এবং জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে সভাপতিত্ব করেন। পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন, এনএসআই উপপরিচালক মোঃ আবদুল কাদের, আরটিসি’র সদস্যসচিব ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান, এনডিসি আবুজর মোঃ ইজাজুল হক, আরটিসি’র সদস্য হেমায়েত উদ্দিন হিমু, বাস মালিক সমিতির প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও রেজাউলি করিম জাকির; সুন্দরবন লঞ্চ মালিকের প্রতিনিধি মো. আবু হানিফ, ফারহান লঞ্চ মালিকের প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন। জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।